As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6280

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 10 Apr 2023

প্রশ্ন

আমরা জানি যে অনেক লোকের কবরে আযাব হবে পেশাবে অসাবধানতার কারণে। তাই পেশাবের সময় সাবধানতার অংশ হিসেবে কুলুখ নিয়ে একটু হাটাহাটি করতাম। কিন্তু কয়েকজন উলামায়ে কেরামের মুখে শুনলাম রাসুলুল্লাহ (সাঃ) উনার জীবনে কখনো কুলুখ নিয়ে হাটাহাটি করেন নি। বিষয়টা কতটুকু সত্য? সত্য হলে পেশাবের পর কোন ধরনের সাবধানতা অবলম্বন করা সুন্নাহ সম্মত?

উত্তর

যদি আপনি সতকর্তা হিসেবে কুলুখ নিয়ে হাটাহাটি করেন তাহলে সেটা জায়েজ। সবার শরীর এক নয়। রাসূলুল্লাহ সা. এর কোন সমস্যা হয় নি তাই করেন নি। যদি কোন মানুষের সমস্যা হয় যে, হাটাহাটি না করলে পরবর্তীতে পেশাব বের হতে পারে তাহলে তার হাটাহাটি করতে কোন সমস্যা নেই। তবে লোকালয়ে এমনভাবে টিস্যু নিয়ে হাটিাহাটি করবেন না, যা দেখতে দৃষ্টিকটু।