আমরা জানি যে অনেক লোকের কবরে আযাব হবে পেশাবে অসাবধানতার কারণে। তাই পেশাবের সময় সাবধানতার অংশ হিসেবে কুলুখ নিয়ে একটু হাটাহাটি করতাম। কিন্তু কয়েকজন উলামায়ে কেরামের মুখে শুনলাম রাসুলুল্লাহ (সাঃ) উনার জীবনে কখনো কুলুখ নিয়ে হাটাহাটি করেন নি। বিষয়টা কতটুকু সত্য? সত্য হলে পেশাবের পর কোন ধরনের সাবধানতা অবলম্বন করা সুন্নাহ সম্মত?