স্বর্ণের সাথে কিছু টাকা থাকলে (মোট মূল্য রুপার নিসাব স্পর্শ করলে) জাকাত দিতে হয়, এক্ষেত্রে কিছু টাকার পরিমাণটা কত, জানা খুব জরুরী? ধরেন 2.5 ভরি স্বর্ণের সাথে ৫০০/১০০০ টাকা থাকলে কি জাকাত দিতে হবে?
উত্তর
৫০০/১০০০ টাকা তো হাত খরচ-সংসার খরচের টাকা। যদি এসব খরচের বাইরে কিছু টাকা জমা থাকে, যেমন ৫/১০ হাজার, তাহলে যাকাতের হিসাবে আসবে। তবে নির্দিষ্ট কোন সংখ্যা নেই। সুতরাং নিত্যপ্রয়োজনের বাইরে টাকা থাকলে সেই টাকা যাকাতের হিসাবে নিয়ে আসতে হবে।