As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6272

জায়েয

প্রকাশকাল: 2 Apr 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার বয়স ৩৩ প্রায়। আমি জীবনে অনেক ব্যবসা করেছি এবং জেনারেল লাইনের হওয়ায়, কিছুদিন পর পর হারাম-হালাল জানার পর অনেক ব্যবসা পরিবর্তন করতে হয়েছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বাংলাদেশে প্রায় সকল ব্যবসায় কম বেশি হারাম থাকে, নতুবা লাভের পরিমাণ খুবই কম হয়। একে তো সেল কমে যায় না মিথ্যে না বলার কারণে, তার উপর মানবিক কারণে বিভিন্ন ভর্তুকি নিজের উপরে নিতে হয়।

আমি নিজে মানুষ হিসেবে খুবই ইন্ট্রোভার্ট স্বভাবের এবং কম উপস্থিত বুদ্ধির মানুষ। তাই অনেক ন্যায্য কথাও সরাসরি বা তাৎক্ষণিক বলতে পারি না। অনেক ব্যবসায় পার্টনার হিসেবে থেকেও লসের বোঝা নিজের কাঁধেই চলে আসে। তাছাড়া আমি চাপ সহ্য করতে পারি না। কর্মক্ষেত্রে বহুমুখি কাজের প্রেশারে হতবিহ্বল হয়ে যাই। কেউ রেগে কথা বললে, সেটা খুব বেশি এফেক্ট করে আমাকে।

আলহামদুল্লিলাহ, ব্যবসা বা আর্থিক ব্যাপারে অথবা আমার স্বভাবের ব্যাপারে আমার কোন হতাশা নেই। আল্লাহ্‌ আমাকে কোন না কোন ভাবে পোষিয়ে দিবেন এটাই আমার বিশ্বাস। কিন্তু আমার ভয় হচ্ছে, আমি বিয়ের পর পারিবারিক চাপ সামলাতে পারব না হয়ত। আমার মনে হয়, আমার সরলতার সুযোগ নিয়ে আমার উপর বোঝা চাপিয়ে দেয়া হবে। এই বিশ্বাস গুলো সাম্প্রতিক সময়ে আমার কাছের মানুষ বা ব্যবসায়িক পার্টনার দেয় আচরণ দেখে মনে হয়েছে।

তাছাড়া, আমার ইনকাম ও অত বেশি নেই, যা দিয়ে আমি পার পেয়ে যাবো। এবং আমার পরিবার, ইসলামিক অনুশাসন মতো চলার পরিবারও নয়। এমন অবস্থায়, আমি যদি বিয়ে না করে থাকার সিদ্ধান্ত নেই, সেটি কি আমার জন্যে জায়েজ বা উত্তম হবে? অথবা, আমি নিজ থেকে চেষ্ঠা না করে, না খুঁজে চলতে থাকলাম, যতদিন না আপনা আপনি ভালো কিছু সামনে চলে আসে! উল্লেখ্য, রাসূল (সা.) এর উম্মত বৃদ্ধির জন্য আমি খুব করেই চাই এবং এ সংক্রান্ত মাসনূন দোয়াও নিয়মিত পড়া হয়। জাঝাকুমুল্লাহ খাইর।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিয়ে করে ফেলুন। সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দুআ করবেনে, তিনি যেন আপনার উপযোগী একজন মেয়েকে আপনার জীবনসঙ্গী নির্বাচন করেন। পর্দা মানতেই হবে যে পরিবেশই থাকুন না কেন। যদি মনের ইচ্ছা থাকে তাহলে পর্দা রক্ষা করা সম্ভব। টাকা-পয়াসা নিয়ে খুব বেশী চিন্তা করবেন না। আল্লাহ তায়ালা বলেছেন, وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা নূর, আয়াত ৩২