আস-সালামু আলাইকুম। আমি নামাজে লম্বা সময় ধরে কিয়াম করার জন্য কিছু সুরা মুখস্থ করেছি। কিন্তু সমস্যা হচ্ছে সূরাগুলো ধারাবাহিক মুখস্থ করতে পারেনি। যেমনঃ সুরা ইনফিতার, সুরা তাকভির মুখস্থ করেছি কিন্ত মাঝের দুটি সুরা এখনো মুখস্থ করা হয়ে উঠেনি। আবার এর পরের সুরা গুলা বুরুজ, ত্বরিক এগুলা মুখস্থ করেছি। আমার প্রশ্ন হচ্ছে- আমি একই রাকাতে সুরা ইনফিতার, সুরা তাকভির পড়ে মাঝের দুটা সুরা না পড়ে পরের সুরাগুলা পড়ে নামাজ আদায় করতে পারব কিনা? আগের প্রায় সব প্রশ্নের উত্তর দিয়েছেন, তাই আপনাদের ধন্যবাদ।