As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6264

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 Mar 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম । যদিও বিষয়টা আরেকজনের। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন টা হলো প্রত্যেকটা জেলা উপজেলায় একটা থেকে 2 টা করে hearing center আছে। যারা মূলত কানের পরীক্ষা করে কানের সমস্যা নির্ণয় করে। এক্ষেত্রে তারা ডাক্তারদের সাথে নিজে থেকেই একটা চুক্তি করে আসে যে কোনো পরীক্ষা করা লাগলে আমাদের কাছে পাঠায়েন সেই হিসাবে আপনাকে আমাদের ভিসিট থেকে এত টাকা বা এত পার্সেন্ট টাকা দিব। যদিও এইটা হসপিটালের বা ডাক্তারের অভ্যন্তরীণ বিষয় না। এটা বাহিরেই করা লাগে। এক্ষেত্রে তারা যে কাজের জন্য ডাক্তার দের টাকা দেয় সেটা দেওয়া কি ঠিক হবে। মানে এটা উভয়পক্ষের জন্য কি হালাল হবে না হারাম হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এভাবে লেনদেন সম্পূর্ণ হারাম হবে। এটা কারসাজি করে রোগীর থেকে অতিরিক্ত টাকা পয়সা আদায় করার একটা কৌশল। এই কাজের কারণেই চিকিৎসা ব্যয় অনেক বেড়ে যায়, মানুষ বিপদে পড়ে।