রমাজানের বাইরে স্বপ্নদোষ হলে যেভাবে পবিত্রতা অর্জন করতে হয়, রমাজানেও কি একই? এখানে আমার জানার বিষয় হলো, অনেকে ফরজ গোসল করার ক্ষেত্রে কুলি করা এবং নাকে পানি দেওয়ার সময় স্বাভাবিক থেকে অনেক গভীরে পানি পৌঁছাতে বলে। এক্ষেত্রে রমাজানের বাইরে তো সম্ভব কিন্তু রোযা অবস্থায় এটা করতে গেলে রোযার ক্ষতি হতে পারে। এই অবস্থায় কি করবো? গভীরে পানি পৌঁছাতে বলাটি কি মাসায়েল অনুযায়ী স্বতসিদ্ধ নাকি দুর্বল?