আস-সালামু আলাইকুম, মুহতারাম, আমি একজনকে ৫০০০ টাকা ধার দিয়েছি। দেওয়ার সময় নিয়্যত করেছিলাম, যদি দিতে না পারে তাহলে যাকাত হিসাবে দিয়ে দিব। অনেকদিন হয়ে গেছে টাকা ফেরত পাইনি এবং আমিও কিছু বলিনি। এখন আমার যাকাত দেওয়ার সময় এসেছে। সেই টাকা যাকাত হিসাবে কি গন্য হবে। (তাকে বলে দিব যে আপনার আর টাকা দেওয়া লাগবেনা।) দ্বিতীয় প্রশ্নঃ ব্যাংকের ডি পি এস এবং নগদ মিলে ২৫,০০০০ টাকা থাকলে কি যাকাত দিতে হবে?