As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6250

জায়েয

প্রকাশকাল: 11 Mar 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার সামনে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ যেমন মসজিদের টাকা মেরে দেওয়া, মসজিদের টাকা দিয়ে দায়িত্বশীল ব্যাক্তিদের ব্যবসা করা, সমাজের এক জন অন্য জনের উপর জুলুম করা নিয়ে আমি প্রতিবাদ করলে আমার সাথে অন্যদের সাথে ঝামেলা হয়,তখন আমার বাবা বলেন যে সমাজে যা হয় আমি যেন তা মেনে নেই,আর যেন প্রতিবাদ না করি। এখন আমার প্রশ্ন হলো আমি যদি এগুলো নিয়ে প্রতিবাদ না করি তবে কী আমাকে হিসাব দেওয়া লাগবে। বা আমি কী ওদের পাপের সমান ভাগিদার হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রতিবাদ করতে গিয়ে নতুন করে ঝামেলা পাকানোর দরকার নেই। ঝামেলা সৃষ্টি হওয়া বাদে যতটুকু করা যায় ততটুকু প্রতিবাদ করুন। আপনার বাবার পরামর্শ অনুযায়ী চলুন।