As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6248

সালাত

প্রকাশকাল: 9 Mar 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। যোহর, আসরের ফরজ নামাজে বা যখন ইমাম চুপিচুপি কেরাত পড়েন তখন সুরা ফাতিহার সাথে সুরা মিলিয়ে পড়ার পর যদি সিজদাতে যাওয়ার আগে আরো সুযোগ থাকে তখন কি মাসনুন দোয়া করা বা পড়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, কোন দুআ পড়া যাবে না। এটা কুরআন পড়ার সময়, দুআ করার সময় নয়।