As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6242

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 Mar 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ, আমার বাড়ি খুলনা। গাজীপুরে চাকুরী করি, বিবাহ করেছি নরসিংদীর মেয়ে, বিবাহের পরে আমার অনিচ্ছা সত্বেও ব্যাধ্য হয়ে তাকে চাকুরীতে দিয়েছি, মিডওয়াইফ হিসাবে সে নরসিংদী সদর হাসপালে কর্মরত আছে। বিবাহের পুর্বে খুলনা নিয়ে কোন আপত্তির কথা বলেনি তাদের পরিবার বা তার থেকে এখন আমি খুলনা যাওয়ার কথা বললেই বা আমি ভবিষ্যতে খুলনায় ফিরে যাবো এসব বললেই সংংসারে অশান্তি করে।তার বাবা মা ভাই এই বিষয় জানে কিন্তু তাদের কথা আমাদের মেয়ে খুলনা যাবে না।

আমার স্ত্রী আমাকে বার ডিফোর্স দিতে চেয়েছে, তার মাও ডিফোর্সের পক্ষে, অনেক বার আমার গায়ে হাত তুলেছে আমার স্ত্রী, খুব খারাপ আচারন করে। আমাদের কোন সন্তান নেই বিবাহের ৩ বছর হয়েছে,তার কিছু সমস্যা ডাক্তার পেয়েছে কিন্তু আমার কন্টিনিউ চিকিৎসা করানোর সক্ষমতা নেই, ২ জনে কিছুদিন ডাক্তার দেখিয়েছি ডাক্তারের খরচ সেই বেশি দিত কিন্তু খরচ বেশী হয় বলে এখন ডাক্তার দেখাতে ইচ্ছুক না। আমার বেতন থেকে মা কে প্রতি মাসে ২৫০০ টাকা পাঠাই সেখানেও সে আপত্তি করে। এমন অবস্থায় আমি কি করতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এমন মেয়ে এবং পরিবারের সাথে সম্পর্ক রাখলে ভবিষ্যতে আপনার কষ্ট শুধু বাড়তেই থাকবে বলে মনে হয়। সুতরাং আপনার পরিবারের মুরব্বিদের সাথে পরামর্শ করে বিবাহ ছিন্ন করায় ভালো হবে বলে মনে হয়। যে মেয়ে স্বামীর গায়ে হাত তোলে তার নিয়ে সংসার করা কোন ভাবেই হতে পারে না। একজন আইনজীবীর পরামর্শও গ্রহন করবেন। ভেবে চিন্তে দেখে শুনে সিদ্ধান্ত নেবেন, নতুন করে কোন বিপদে পড়তে যেন না হয়।