আমার প্রশ্নটা যাকাত বিষয়ক। আমাদের এক মার্কেটে পজিশন কিনা একটি দোকান রয়েছে। সেই দোকানটি আমরা বর্তমানে ভাড়া দিয়ে রেখেছি। সেটির এডভান্স বাবদ আমরা প্রায় ভেঙ্গে ভেঙ্গে ৩২ লক্ষ টাকা নিয়েছি এবং আমরা সঠিক মাসালা না জানার কারণে সেই ৩২ লক্ষ টাকা আমাদের বাড়ির নির্মাণে খরচ করে ফেলেছি। আমাদের বাড়িটি হচ্ছে পাঁচ তলা। এবং আমরা সেই বাড়ি থেকে যে অর্থ ভাড়া হিসেবে উপার্জন করি, সেই অর্থ দিয়ে আমাদের দৈনন্দিন চাহিদা মিটিয়ে বাকি যেই অর্থ অবশিষ্ট থাকে সেই টাকাটা আমরা আমাদের দোকানের এডভান্স ফেরত দেওয়ার জন্য একটা ফিক্সড ডিপোজিটে প্রতি মাসে জমা করে থাকি। আমাদের এখন করণীয় কি? আমাদের বাড়ি ভাড়ার উপর কিভাবে যাকাত আদায় করব? আমরা আমাদের দৈনন্দিন চাহিদা মেটানোর পর যেই টাকা অবশিষ্ট থাকে তা পুরোটাই ব্যাংকে জমা করে রাখি, সেই ৩২ লক্ষ টাকা একসাথে জমিয়ে আমাদের দোকানদারকে সেটা ফেরত দিয়ে দিব। আমরা কিভাবে যাকাত আদায় করতে পারি সেটা দয়া করে বলে দিন।