আস-সালামু আলাইকুম সম্মানিত মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো আমি হেদায়া চতুর্থ খন্ডে মুসাফাহা সম্পর্কে পড়েছি قال عليه الصلاة والسلام :{من صافح أخاه المسلم ، وحرك يده ، تناثرت عنه ذنوبه} এই হাদিস টি, যেখানে মুসাফাহার পর হাত নাড়াচাড়া করার কথা আছে কিন্তু সেই দিন এক আলেম বলতেছেন মুসাফাহার পর হাত ঝুকানো, নাড়াচাড়া করা যাবে না, দলিলসহ জানিয়ে উপকৃত করবেন।