আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহু স্যার আমাদের একটা গরু আমরা কুরবানির ঈদের দিন আকীকা নিয়্যাত করে জবেহ করি এবং আমার পরিবারের যাদের আকীকা বাদ ছিল তাদের নামে সেদিন সেটা দেয়া হয়। এখন শুনতে পারি যে ঈদুল আজহা র দিনে নাকি আকীকা করা উচিত নয়। এখন আমার প্রশ্ন হল তাহলে কি আমাদের আবার আকীকা করতে হবে? তাহলে ওইদিন যেটা করেছিলাম সেটা কি হবে? আর আমার বাবা মারা গেছেন উনার আকীকা হয় নি এখন কি সেটা করা যাবে?