আস-সালামু আলাইকুম ওয়া রাহামাতুলাহে ওয়াবারকাতুহ। আমি ঢাকা শহরে থাকি! আসছে বর্ষা মাস, ঢাকার রাস্তা সুয়ারেজের ড্রেনের ময়লা আর্বজনা মিশ্রিত হাঁটু পরিমান পানি ঢাকার রাস্তা থাকে / সে পানি দিয়ে হেটে অফিসে যেতে হয়! এ-ই পানি গুলো শরীরের সাথে পোশাকে ও লেগে যায় সে পোষাক চেঞ্জ / গোসল না করে আমি কি নামাজ পড়তে পারবো!! যেহেতু যোহর! আসর! মাগরিব অফিসে আদায় করতে হয়! সমাধান জানালে উপকৃত হবো আল্লাহ তায়ালা আপনাদের ভালো রাখুক।