As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6235

আকীদা

প্রকাশকাল: 24 Feb 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহামাতুলাহে ওয়াবারকাতুহ। আমি ঢাকা শহরে থাকি! আসছে বর্ষা মাস, ঢাকার রাস্তা সুয়ারেজের ড্রেনের ময়লা আর্বজনা মিশ্রিত হাঁটু পরিমান পানি ঢাকার রাস্তা থাকে / সে পানি দিয়ে হেটে অফিসে যেতে হয়! এ-ই পানি গুলো শরীরের সাথে পোশাকে ও লেগে যায় সে পোষাক চেঞ্জ / গোসল না করে আমি কি নামাজ পড়তে পারবো!! যেহেতু যোহর! আসর! মাগরিব অফিসে আদায় করতে হয়! সমাধান জানালে উপকৃত হবো আল্লাহ তায়ালা আপনাদের ভালো রাখুক।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সুনির্দিষ্ট কোন নাপাকি যদি পোষাকে বা শরীরে না লাগে তাহলে পোশাক চেঞ্জ বা শরীর ধোয়ার দরকার নেই। এই অবস্থাতেই আপনি নামায পড়তে পারবেন। তবে কোন নাপাকী লেগেছে দেখা গেলে কাপড় ও শরীরের সেই জায়গাটুকু ধুয়ে ফেলতে হবে।