As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6227

কুরআন

প্রকাশকাল: 16 Feb 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি কুরআন পড়তে পারি। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় আমি কিছু ভুল পড়ি। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইউটিউবে কুরআন তিলওয়াত শুনবো। অর্থাৎ আমি অডিও শুনবো, আর স্ক্রিনে লিখা আয়াতের সাথে সাথে অডিও মিলিয়ে মিলিয়ে দেখবো যে আমি কোনো ভুল করি কিনা। এভাবে কুরআন পড়া কি জায়েজ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্কিনে লেখা আয়াতের সাথে অডিও মিলালে তো কুরআন পড়া হচ্ছে না, কুরআন শোনা হচ্ছে। এতে করে আপনার কুরআন শোনা হবে, পড়া বা তেলাওয়াত হবে না। কুরআন শোনাও সওয়াবের কাজ। আপনার ভুল হচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য এটা ভালো পদক্ষেপ।