আস-সালামু আলাইকুম, আমি কুরআন পড়তে পারি। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় আমি কিছু ভুল পড়ি। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইউটিউবে কুরআন তিলওয়াত শুনবো। অর্থাৎ আমি অডিও শুনবো, আর স্ক্রিনে লিখা আয়াতের সাথে সাথে অডিও মিলিয়ে মিলিয়ে দেখবো যে আমি কোনো ভুল করি কিনা। এভাবে কুরআন পড়া কি জায়েজ?