As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6224

পোশাক-পর্দা

প্রকাশকাল: 13 Feb 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ছেলে কিংবা মেয়ে (কঠোরভাবে দ্বীন পালনে আগ্রহী এমন) উভয়ের ক্ষেত্রেই আত্মীয়ের মধ্যে যারা গায়রে মাহরাম তাদের সাথে কথাবার্তা বা মেলামেশার সীমারেখা কতদূর পর্যন্ত? কুশল বিনিময়, খোঁজ-খবর নেওয়া ইত্যাদি জায়েজ হবে? ক্ষেত্রে আত্মীয়-স্বজন পর্দার বিধান সম্পর্কে অজ্ঞ, অসচেতন হলে অনেক অনেক কটু কথা শুনতে হয়, খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হয়, উল্টোপাল্টা অনেক যুক্তিও শুনতে হয় ( যেমন, এত বাড়াবাড়ি ঠিক নাহ, মন সাফ থাকলেই সব ভালো)। এরকম আত্মীয়দের সাথে একবাসায় থাকাকালীন এবং পরবর্তী যে কোনো পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যেতে পারে? আর এক্ষেত্রে ইনাদের সাথে একবাসায় থাকাকালীন মেয়েদের ড্রেসকোড কেমন হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আত্মীয় বাদে গায়রে মাহরামদের সাথে কথাবার্তা মেলামেশার যে সীমারেখা আত্মীয় গায়রে মাহরামদের সাথে একই সীমা রেখা। প্রয়োজন ছাড়া কোন কথা বার্তা বলা যাবে না। কুশল-বিনিময় প্রয়োজন নেই। খোঁজ খবর নেওয়া আবশ্যক হলে পর্দা রক্ষা কনে নিতে হবে। বিনা প্রয়োজনে সৌজন্যমূলক খোঁজ খবর নিষিদ্ধ।েএত শয়তান কুমন্ত্রনা দেয়ার সুযোগ তৈরী হয়। গায়রে মাহরামদের সাথে একই বাসায় থাকার কারণে যদি যে কোন সময় গায়রে মাহরামদের সাথে সাক্ষাত হয়ে যাওয়ার সম্ভবনা থাকে থাকে পূর্ণ পর্দা করে সে বাসায় অবস্থান করতে হবে। আত্মীয়-স্বজন পর্দার বিধান সম্পর্কে অজ্ঞ, অসচেতন হয়ে কোন বিরূপ মন্তব্য বা আচরণ করলেও পর্দর বিধান পুরোপুরি মানতে হবে। কোন ছাড় দেয়া যাবে না। ধীরে ধীর ঐ অজ্ঞরাও এই পরিবেশে অভ্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ।