ব্যাংকের সুদ নিজে না খেয়ে গরীব মিসকিনকে দান করলে আমার কোন গোনাহ হবে কিনা? মেটামুটি ভাল পরিমান টাকা আসে। সওয়াবের আসা না করে যদি গরীব মানুষের উপকার হয় আমি দিতে চায়। এমনি হয়তো বেশী টাকা পয়সা দান করা হয়না, শুধু মানুষের দান করার নিয়তে ব্যাংকে রেখে সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া কারো উপকার করলে আমি দোষী হবো কিনা?