না, শুধু দুই ভরি স্বর্ণ থাকলে যাকাত দেয়া লাগবে না। শুধু স্বর্ণ সাড়ে সাত থাকলেই কেবল যাকাত ফরজ হয়। আর যাকাত যার উপর ফরজ হয়, আদায়ের দায়িত্ব তারই। স্ত্রীর উপর যাকাত ফরজ হলে স্ত্রীকেই আদায় করতে হবে। স্বামী বা অন্য কেউ যদি অনুগ্রহ করে স্ত্রীর যাকাত আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে।