আস-সালামু আলাইকুম। আমি চাকরির সুবাদে অনেকের হক নষ্ট করেছি।ফেরত দিতে গেলে ফেতনা হবে। অনেকেই আমার কাছ থেকে হাত ছাড়া। যাদের হক মেরেছি চুরি করে। এখন আমি তাদের নামে সদকা করতে চাই হালাল উপার্জন দিয়ে। আমার নিজের বোনও খুব অসহায় তাকে কি দিতে পারবো?
উত্তর
ওয়া আলাইকুুমুস সালাম। যাদে হক মেরেছেন তাদের সন্ধান যদি আপনার কাছে থাকে তাহলে যে কোন উপায়ে তাদের হক তাদের ফিরিয়ে দিতে হবে। ফেতনা হবে বলে বসে থাকলে হবে না, কৌশল বের করে ফেরত দিতে হবে।
যাদেরকে খুঁজে পাবেন না, তাদের নামে সদকা করবেন। সেক্ষেত্রে আপনার অসহায় বোনকেও দিতে পারবেন।