As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 621

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 12 Oct 2007

প্রশ্ন

আস সালামু আলাইকুম। ফেসবুকের মাধ্যমে রাসুল (সঃ) এর মৃত্যু পূর্ব একটি ঘটনা পোস্ট করা হচ্ছে। এখানে বলা হয়েছে যে মালাকুল মউত রাসুল (সঃ) এর কাছে অনুমতি প্রার্থনা করছেন জান মোবারক কবচ করার জন্য। মালাকুল মউত এও বলছেন যে এ পর্যন্ত কোন মানুষের জান কবচের জন্য কোন অনুমতির প্রয়োজন হয়না তবে আল্লাহর নির্দেশে তিনি নবীজির (সঃ) কাছে অনুমতি চাইছেন।রাসুল (সঃ) যদি অনুমতি না দেন তবে মালাকুল মউত যেন ফিরে যান। আপনার অবগতির জন্য ফেসবুকের পোস্ট টি আপনার মেসেজ অপশনে সংযুক্ত করেছি। এই ঘটনা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? নাক জাল? দয়া করে জানালে কৃতজ্ঞ থাকবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উক্ত হাদীসট আলমজামুল কাবীর লিতত্ববরনী গ্রন্হের ২৮২১ নং হাাদীস। হাদীসটি সহীহ বা হাসান নয় যয়ীফ বা জাল পর্যায়ের। মুহাদ্দিসগণ এমনই বলেছেন। বিস্তারিত জানতে দেখুন ইন্টারনেটে, আল-ইসলাম, সুয়াল ও জাওয়াব, মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ, ফতোয়া নং ৭১৪০০।