আস-সালামু আলাইকুম, আমি একটি ব্যবসা এর সাথে জড়িত, আমি জানতে চাই উক্ত ব্যবসা হালাল হবে কিনা। ব্যবসাটি এর মূল কার্যক্রম হলো এটি বিভিন্ন অনলাইন গেম এর একাউন্ট কিনে। তার পরে আমারা সদস্য যারা আছি তারা উক্ত একাউন্টটি খেলে ডেভেলপ করি, অতপর একাউন্টটি বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রয় করে থাকি। বিক্রয় মূল্য থেকে পাওয়া লাভ আমরা ভাগাভাগি করে নেই। কুরআন ও হাদিস ভিত্তিক ভাবে আমাকে উত্তর দিন যে আমার ব্যবসা হালাল কিনা। ধন্যবাদ।