আস-সালামু আলাইকুম শায়েখ, আশা করি আপনি ভালো আছেন। আমার প্রস্রাব নিয়ে সমস্যা আছে। সাধারণত রাসূলের হুকুম মোতাবেক প্রস্রাব করার পর যদি 40 কদম দেয়া হয় ছেলেদের ক্ষেত্রে তবে সব প্রস্রাব নির্গত হয়ে যায়। কিন্তু আমি যদি 40 কদম এর জায়গায় 200 – 300 কদম ও দিই, প্রায় আট দশ মিনিট ধরে হাঁটতে থাকি , এরপর টিস্যু ব্যবহার করে ফেলে দেই। পরক্ষণে যদি আরও ২০ মিনিট পর আরও হাঁটাহাঁটি করার পর আবার চেক করি, তো আমার এক ফোঁটা প্রস্রাব চলে আসতে দেখা যায়।
ইদানিং এই সমস্যাটা আমার আরো বেশি বেড়ে গিয়েছে। এখন যদি আমি প্রস্রাব করার পর প্রায় 20 মিনিট হাঁটাচলা করি এরপর টিস্যু ব্যবহার করে আমি ওযু করে মসজিদে যাই নামায পরতে, নামায থেকে ফিরে এসে যদি চেক করি তাহলে দেখা যায় আমার এক ফোঁটা প্রস্রাব এসেছে। (উল্লেখ্য যে, এই তরল জিনিসটা প্রস্রাবই, কোন রকম অদি বা মজি নয়। আমি বেশ কয়েকবার চেক করে দেখেছি এর ঘনত্ব।) এক্ষেত্রে আমার করনীয় কি? আমি কিভাবে পাক পবিত্র হব? আমার এই সমস্যার জন্য আমার নামায কাযা হচ্ছে।