As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6200

পবিত্রতা

প্রকাশকাল: 20 Jan 2023

প্রশ্ন

আমি প্রসাব করার পর যথেষ্ট পাক পবিত্র হওয়ার চেষ্টা করি। টিস্যু দিয়ে কুলুখ করি এবং পুরুষাঙ্গ হাত দিয়ে নেড়ে পানি দিয়ে ভালো মতো ধৌত করি। এতে করে আমার একবার প্রসাব করে বের হতেই ১৫ মিনিট লেগে যায়। কিন্তু এতো ভালো মতো প্রসাব করার পরও কখনও কখনও উঠে দাঁড়ালে বা কাপড় পরিধান করতে গেলে এক দুই ফোঁটা প্রসাব বের হয়। মাঝেমধ্যে যদি এমন হয় এতোবার ধৌত করার পর কাপড় পরার পর আমি বুঝতে পারলাম না যে বের হয়েছে তাতে কি কোনো সমস্যা হবে? এতে করে কি নামাজের পবিত্রতা নষ্ট হবে? আর প্রতিবার এতোক্ষণ ধরে পবিত্র হওয়ার পরও এক দুই ফোঁটা প্রসাব পড়া কি কোনো অসুস্থতা? বিষয়টা নিয়ে খুবই চিন্তিত…

উত্তর

পবিত্র হয়ে কাপড় পরার পর যদি পেশাব পড়া বুঝতে না পারেন তাহলে কোন সমস্যা নেই। নামায পড়তে পারবেন। যদি পেশাব পড়ার বিষয়ে নিশ্চিত হন তাহলে নতুন করে পবিত্রতা অর্জন করতে হবে। এতোক্ষন ধরে পেশার করার পরও পেশাবের ফোটা পড়া অসুস্থতা হতে পারে। একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। চিন্তা করার দরকার নেই।