আস-সালামুয়ালাইকুম শায়েখ। আমি একজন কলেজ শিক্ষার্থী। আমি কমার্স নিয়ে পড়াশুনা করছি। সম্প্রতি ইসলামিক লেকচার শুনে ও কিছু বই পড়ে আমি ইসলাম প্রেকটিস করার চেষ্টা করছি। শায়েখ আপনার কাছে আমার প্রশ্ন হলো আমি কিভাবে দ্বীনের খেদমত করতে পারি। আমার কি জেনারেল পড়াশুনা ছেড়ে দেয়া উচিৎ। কারণ আমি যেই বিষয় নিয়ে পড়ছি এর পুরটাই সুদভিত্তিক পড়াশুনা। শায়েখ জানলে খুবি উপকৃত হতাম