As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6193

বিবাহ-তালাক

প্রকাশকাল: 13 Jan 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ। দুইজন কাজি অফিসে বিয়ে করে অভিভাবক ছাড়া।তাদের পরিবার যখন জানতে পারে তখন মেয়ের পরিবার বিয়ে মেনে নেয়নি। তারা মেয়েকে জোর করে ডিভোর্স পেপারে সাইন নেয়। এর একমাস পর তারা পালিয়ে চলে আসে। কিন্তু পরিবার জানার পর তারা পালিয়ে আসার আগে একদিন ছেলেটির পক্ষ থেকে ভুল করে এক তালাক হয়ে যায়। তাদের কেউ জানেনা যে তাদের এক তালাক হয়েছে। এরপর প্রায় ৬ মাস পর একদিন ছেলেটির মনে পরে তালাকের কথাটা। সাধারণত, এক বা দুই তালাকের পরে ইদ্দত শেষ হওয়ার আগে স্বামীকে তার স্ত্রীকে ফিরিয়ে নিলাম এ কথাটি বলতে হয়। কিন্তু ছেলেটি মেয়েটিকে এরকম কিছুই বলেনি। এখন প্রশ্ন হচ্ছে, তাদের কি নতুন করে বিয়ে করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অধিকাংশ ফকীহর মতে মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া এভাবে পালানো বিয়ে সহীহ হয় না। এরপর আবার ডিভোর্স পেপার, তালাক, এরপর আবার পালানো, এসবের শেষ পরিণতি ভয়াবহ হয়। ইদ্দতের মধ্যে ফিরিয়ে নিলাম মুখে বলার দরকার নেই। স্ত্রীর সাথে স্বামীসূলভ আচরণ করলেই হবে।