আমার ভাই কিছুদিন আগে একটা ছাগল বাসায় নিয়ে আসে এবং নিজেই তার যত্ন নেয় এবং বলে এটা ছাগল আমি কোরবানির সময় কোরবানি দিবো কিন্তু কয়েকদিন আগে কুকুরের কামরে ছাগলটি মারা যায়।। এখন আমার ভাই এর করণীয় কি? তাকে কি কুরবানী দিতেই হবে অন্য ছাগল?
উত্তর
আপনার ভাইয়ের যদি এমন টাকা পয়সা থাকে যার কারনে কুরবানী তার উপর ওয়াজিব হয় তাহলে নতুন পশু ক্রয় করে তাকে কুরবানী করতে হবে। আর যদি তার উপর কুরবানী ওয়াজিব না হয়ে থাক তাহলে কুরবানী দেয়া লাগবে না।