As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6188

বিবাহ-তালাক

প্রকাশকাল: 8 Jan 2023

প্রশ্ন

জনাব আমি গত ১৬.০১.২০২৩ ইং তারিখ সকালে রাগের মাথায়, আমার স্ত্রীকে সম্বোধন করে এক সাথে ১ তালাক, ২ তালাক, ৩ তালাক উচ্চারন করি । পরদিন ১৭.০১.২০২৩ ইং তারিখে আমি জানতে পারি, আমার স্ত্রী তিন মাসের অন্ত:সত্তা। আমার একজন চার বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। আমি আমার পরিবার নিয়ে ইসলামী শারিয়াহ অনুযায়ী বেঁচে থাকার জীবন ব্যবস্থা চাই।

উত্তর

এক সাথে তিন তালাক উচ্চারণ করলে সেই স্ত্রী চিরদিনের মত বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং এই স্ত্রীর সাথে সংসার কোন সুযোগ নেই। স্বাভাবিক প্রক্রিয়ায় এই স্ত্রীর যদি অন্য কোথাও বিয়ে হয় আর সেই স্বামী তাকে তালাক দেয় অথবা সেই স্বামী মারা যায় তাহলে নতুন করে আপনি তাকে বিবাহ করতে পারেন। তবে তালাক দেয়ার চুক্তি করে কারো সাথে বিয়ে দেয়া সম্পূর্ণ হারাম। সংসার জীবনে সুখ-দু:খ, হাসি-কান্না আসবে, কোন অবস্থাতেই তালাক শব্দ মুখে আনে যাবে না।