As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6187

বিবাহ-তালাক

প্রকাশকাল: 7 Jan 2023

প্রশ্ন

আস-সালামু আলায়কুম, আমার ছোট ভাই এবং আমরা খালাতো বোন এদের বিয়ে দিতে চায় তাদের বাবা মা আমার। ছেলে মেয়ের বয়স সরকারী বিয়ের আইনে এখনো সম্পূর্ণ হয় নাই তবে ইসলাম অনুযায়ী হয়েছে। আমরা শুধু মাত্র সাক্ষী এবং কাবিন করিয়ে বিয়ে পড়িয়ে দিতে চাই সে ক্ষেত্রে কোন রকম কাগজ পত্র করতে চাই না এই মুহূর্তে, যেহেতু রাষ্টীয়ভাবে বয়স হয় নাই সে ক্ষেত্রে কি শুধু মাত্র কবুল এবং উপস্থীত সাক্ষী এবং কাবীনের সাথে বিয়ে কি শুদ্ধ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামী আইনে বিয়ে সহীহ হওয়ার জন্য কোন দিনই কাগজে লেখা শর্ত ছিল না, এখনো নেই। কয়েক দশক হলো কাগজে লেখার আইন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে, বিয়ে শুদ্ধ হওয়ার জন্য কাগজে লেখা আবশ্যক না। বয়স কম বা বেশী কোন ক্ষেত্রেই কাগজে লেখা ইসলামী আইনে আবশ্যক নয়।