আস-সালামু আলাইকুম। আমি একটি কোম্পানিতে চাকরি করি। এখানে একটি মসজিদ আছে এবং এই মসজিদে একটি মাসিক আমল হয় আর সেটা হলো যে প্রতি মাসে সোমবার আসরের নামাযের পর থেকে মাগরিব পর্যন্ত একসাথে অনেকজন মিলে কুরআন খতম করে এবং ইয়া সামিয়ু আল্লাহর এই নামটি এক লাখ পঁচিশ হাজার বার পড়ে। আর মাগরিবের পর কিছু সময় দীনী আলোচনা হয়। এবং ইমাম সাহেব এই আমলে থাকার জন্য অনুরোধ করেন আর বলেন যদি কারো ব্যস্ততা না থাকে তাহলে সে যেন এই আমলে শরিক হয় এমনকি তিনি নিজেও এই আমলে থাকেন। এ বিষয়ে আমি জানার জন্য ইমাম সাহেবের সাথে আলোচনা করলে তিনি বলেন যে এটা করা হয় বরকতের জন্য অর্থাৎ কোম্পানির সকলের বরকতের জন্য। এই আমল করা কি ঠিক হবে। কুরআন ও হাদীসে কি এরকম কিছু করার কথা বলা আছে।