আস-সালামু আলাইকুম। পেশায় আমি একজন চিকিৎসক। এক সন্তানের জনক। আমার পিতা-মাতা জীবিত। আমরা দুই ভাই, এক বোন। আজ ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ এ ইসলাম এবং বিবাহ নিয়ে পারিবারিক আলাপে হঠাৎ জানতে পারলাম আমার বাবা আমার মাকে ১৯৮৭ সালে মানে আমার জন্মের পূর্বে রাগের মাথায় মৌখিকভাবে তালাক দেন এবং ৩ বার তালাক দেন। তখন বিটিভি এবং পত্র-পত্রিকায় ব্যপকভাবে প্রচার হতো যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয়না। সেই সুবাদে আমার পিতা-মাতাও এই বিষয়টি নিয়ে আর আগান নাই এবং সংসার করে যাচ্ছেন। এই বিষয়টি আমরা কেউ জানতাম না। এখন আমার প্রশ্ন হচ্ছে, ১. শরিয়া অনুসারে কি আমার পিতা-মাতা বৈধ সম্পর্কে আছেন? ২. যদি বৈধ সম্পর্কে না থাকেন, তবে এখন কি এর কোন সমাধান আছে? ৩. যেহেতু আমার জন্মের পূর্বে এই ঘটনা ঘটেছে, তাহলে কি আমি নাজায়েজ সন্তান হিসেবে পরিগনিত হবো? দয়া করে আমাকে এর সমাধান দিয়ে উপকৃত করবেন। মানসিকভাবে আমি খুবই অশান্তি বোধ করছি। ধন্যবাদ।