আমি 2 টা জিনিস গুলিয়ে ফেলেছি। যদি মেঝেতে প্রস্রাবের মতো কিছু অপবিত্রতা থাকে (টাইলস করা) তাহলে এক বালতি পানি ঢালতে হবে। কিন্তু পানির উপর নাপাক পড়ার ক্ষেত্রে এক মত আছে যে, পানি ২ কুল্লার কম হলে তা নাপাক হয়ে যায়। তাহলে এক বালতি পানি ব্যবহার করলে কিভাবে মেঝে থেকে অপবিত্রতা চলে যায় তাদের মতে যারা বলেন পানিতে নাপাকি মিশ্রিত হলে এবং ঐ পানির পরিমান ২ কুল্লার কম হলে তা নাপাক থাকে? আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না। আমরা জানি যে কোনো অপবিত্রতা থাকলে আমরা ১/২ বালতি পানি ঢালতে পারি, অপবিত্রতা পানিতে মিশে যায় এবং তা চলে যায়। কিন্তু কোন কোন আলেম বলেন, পানি যদি 2 কুল্লার কম হয় তাহলে নাপাক মিশ্রিত পানি নাপাক। কিন্তু 2 কুল্লা পানি অনেক পানি। তাহলে তারা কিভাবে এমন অপবিত্রতা শুদ্ধ করবে?