আসসালামু আলাইকুম, আমি শুনেছি যে নামাজের সময় জামা গুটিয়ে রাখলে নামাজ মাক্রুহ হয়। আমরা যারা জব করি বেশিরর ভাগ সময় দেখা যায় ফুল হাতা জামা পরলে জামার হাতা বেশিরর ভাগ সময় একটু গুটিয়ে রাখি হাতের কব্জি পর্যন্ত বা তার একটু বেশি, এবং বেশিরর ভাগ সময় ঠিক করতে ভুলে যাই, এ ব্যাপারে যদি কিছু বলেন।