As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6156

হালাল হারাম

প্রকাশকাল: 7 Dec 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, যদি আমি কাউকে নিম্নোক্ত কথা গুলো বলি তাহলে কি ভুল হবে? আল্লাহ তায়ালা বললেন তোমরা মুভি দেখো না, কিন্তু আমরা মুভি দেখলাম। অর্থাৎ আমরা আল্লাহকে অসম্মান করলাম। আল্লাহ বললেন তোমরা নাটক দেখো না, কিন্তু আমরা নাটক দেখলাম। অর্থাৎ আমরা আল্লাহকে অসম্মান করলাম। আল্লাহ বললেন তোমরা বাদ্যযন্ত্র ব্যবহার করো না, আমরা বাদ্যযন্ত্র যোগকৃত ওয়াজ শুনলাম। অর্থাৎ আমরা আল্লাহকে অসম্মান করলাম। এবার ইকটু চিন্তা করেন আমরা কাকে সম্মান দিচ্ছি না ‌। তিনি কে? প্রধানমন্ত্রী বললো মাস্ক ব্যবহার করতে হবে। তখন সবাই তা সঠিকভাবে পালন করলো। কিন্তু আল্লাহ বললো পর্দা করতে, কিন্তু অনেকেই পর্দা করছি না ।আল্লাহ বললো নামাজ পড়তে অনেকেই পড়ছি না। তাহলে কি আল্লাহকে অসম্মান করা হচ্ছে না? আমাদের ফলাফল কেমন হবে যদি আল্লাহকে সম্মান না করি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, মানুষকে দ্বীন বুঝানোর জন্য এভাবে বলতে সমস্যা নেই।