আমি একজন বিপদগ্রস্ত মানুষ। ঢাকায় বসবাস। পরিবারে স্ত্রী এবং ২ মেয়ে। আমি জঘন্যতম সুদের সাথে জড়িত। নিজ কর্মের মাধ্যমে কোনভাবেই সুদের ঋণ পরিশোধ করতে না পারায় দিন দিন ঋণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ভিটে মাটি ছাড়া কিছু নেই। কুরআন এবং সহীহ্ হাদিস অনুসারে জীবন পরিচালিত করার চেষ্টা করি। কিন্তু বর্তমানে এই ঋণের কারণে নানা অশান্তিতে আছি এবং ইবাদত করেও তৃপ্তি পাই না। আমার প্রশ্ন- আমার জন্য কি যাকাত জায়েজ?