As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6141

জায়েয

প্রকাশকাল: 22 Nov 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি একটি প্রতিষ্ঠানে যোগদান করেছি এবং তাদের কাছ থেকে কিছু কাজ শিখেছি যা আমি আগে জানতাম না। কাজ শেখার সময় চুক্তি হয় নি যে আমি নিজে এই ব্যবসা শুরু করতে পারব না। কিন্তু এখন কাজ না করে আমি ব্যবসা করার চিন্তা করছি।

প্রতিষ্ঠানের মালিক বলছে আমি একই রকম ব্যবসা শুরু করলে তার ‘দাবি’ থাকবে, জীবনেও আমি এই ব্যবসা করতে পারব না! অর্থাৎ, আমার জন্যে এটা জায়েজ হবে না। পূর্বচুক্তি ছাড়া তার এই দাবি কতটুকু যৌক্তিক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার উচিৎ এমন কোথাও গিয়ে এই ব্যবসা করা যেখানে ব্যবসা করলে এই প্রতিষ্ঠানের বা এই প্রতিষ্ঠানের মালিকের ব্যবসার কোন ক্ষতি না হয়। পূর্বচুক্তি না থাকলেও তারা আপনাকে এ জন্য কাজ শেখায় নি যে, আপনি নিজেই ব্যবসা শুরু করবেন। তারা আপনাকে কাজ শিখিয়েছে এ জন্য যে, আপনি তাদের প্রতিষ্ঠানে কাজ করে প্রতিষ্ঠানের ব্যবসার উন্নতি করবেন। সুুতরাং তাদের ক্ষতি হয় এমন কাজ করবেন না।