আমার মা আলহামদুলিল্লাহ ইসলামের সব নিয়ম মেনে চলার চেষ্টা করেন এবং ফরজ, সুন্নত, নফল,পর্দা সব কিছু মেনে চলেন। আমার বাবা বেচে নেই তাই মায়ের সব খরচ ভাইয়েরা বহন করে কিন্তু তারা ব্যাংক থেকে ঋন নিয়ে ব্যবসা করে এখন প্রশ্ন হচ্ছে তাদের উপার্জিত অর্থ থেকে আমার মা খাওয়া, পোশাক পরলে কি মায়ের গুনাহ হবে বা জায়েজ হবে কিনা?