As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6132

আখিরাত

প্রকাশকাল: 13 Nov 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, কারোর নাম কি মাবুদ রাখা যাবে? আমার একটা বন্ধুর নাম মাবুদ,কিন্তু এই নামে তাকে ডাকতে ভয় লাগে,কারণ এই নামে তো আল্লাহ মে ডাকা হয়,এই নামে কাউকে ডাকলে কি শিরক হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আব্দুল মা’বুদ নামে ডাকবেন। শুধু মা’বুদ বলবেন না।