As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6131

সালাত

প্রকাশকাল: 12 Nov 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ইমাম সাহেব যেই নামাজ গুলোতে আস্তে আস্তে সূরা পড়েন সেই নামাজে আমি সূরা ফাতেহা পরি, এখন প্রশ্ন হচ্ছে আমার সূরা ফাতেহা শেষ করার পড়ার পূর্বেই যদি ইমাম সাহেব রুকুতে চলে যান তাহলে আমি কি করবো? পুরো সূরা ফাতেহা পরে রুকুতে যাবো নাকি যতটুকু পড়েছি ততটুকু পড়েই রুকুতে যাবো? যেমন যোহর এবং আসরের নামাজ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি এমন মনে হয় সূরা ফাতিহা শেষ করার পর আপনি ইমামকে ‍রুকুতে পাবেন তাহলে শেষ করার পর রুকুতে যাবেন। আর যদি এমন মনে হয় সূরা শেষ করলে ইমামকে রুকুতে পাবেন না তাহলে সূরা শেষ না করেই ইমামের সাথে রুকুতে যাবেন।