As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6129

বিবাহ-তালাক

প্রকাশকাল: 10 Nov 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো পরিবার থেকে বিয়ের জন্য মেয়ে দেখছে। এদিকে আমি অনলাইন একটি মেট্রিক্স সাইট থেকে একজন ডিভোর্সি মেয়েকে পছন্দ হয়, তার আখলাক চরিত্র বর্ননা দেখে এমন কি আমি মেয়ের পরিবার এর সাথে কথাও বলেছি মেয়েকেও দেখেছি। কিন্তু কথা হলো আমার পরিবার ডিভোর্সি মেয়েকে বিয়ে তে রাজি হবে না কখনোই। এখন এই মূহুর্তে কি আমি আমার বাবা মা কে মেয়ের ডিভোর্স হয়েছে এই কথাটা লুকিয়ে রেখে বিয়ে করতে পারি? এটা কি বাবা মা এর সাথে প্রতারনা হবে বা সত্য কে গোপন করে বিয়ে করলে সেখানে বরকত পাওয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাবা-মা রাজি হবে না এটা জেনেও সেই মেয়েকে দেখা, তার পরিবারের সাথে এই বিষয়ে কথা বলা চরম অন্যায় হয়েছে। ডিভোর্সের কথা লুকিয়ে কতদিন রাখাবেন? একসময় তো জেনে যাবেই। তখন তো চরম অশান্তি শুরু হবে। তাছাড়া লুকানো সত্য গোপন করার পর্যায়ের অপরাধ। এমন বিয়েতে দুনিয়ার দৃষ্টিতেও তো শান্তি থাকার কথা না। আর বাবা-মায়ের বৈধ চাওয়ার বিপরীতে অন্য কিছু করা এতে তো বাবা-মায়ের আনুগত্য হবে না, আল্লাহর নিকটা এটা পছন্দনীয় নয়। সুতরাং অভিভাবকদেরকে বিস্তারিত বলার পর, সবকিছু দেখে শুনে তারা যদি রাজি হয় তাহলে বিবাহ করতে পারেন, অন্যথায় বিকল্প চিন্তা করুন।