As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6126

পবিত্রতা

প্রকাশকাল: 7 Nov 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, মায়ের দুধ খাওয়া বাচ্চার অল্প বের হয়ে আসা বমি লাগলে এইটার কি কোন মাসয়ালা আছে শায়খ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বমি লাগলে ধুয়ে ফেলতে হবে। বমিসহ নামায পড়া যাবে না। আর যদি একদম কম হয়, দুই চার ফোটা পানি এমন হয় তাহলে না ধুলেও সমস্যা নেই।