ওয়া আলাইকুমুস সালাম। হযরত মুসা আ. একজন সম্মানীত নবী ও রাসূল। শীর্ষস্থানীয় নবীদের একজন। তবে মর্যাদার ও শ্রেষ্ঠত্বের দিকে দিয়ে মুহাম্মাদ সা. সবার উপরে।
أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ وَأَوَّلُ مَنْ يَنْشَقُّ عَنْهُ الْقَبْرُ وَأَوَّلُ شَافِعٍ وَأَوَّلُ مُشَفَّعٍ
আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি কিয়ামতের দিন আদম সন্তানদের সরদার হব এবং আমিই প্রথম ব্যক্তি যার কবর খুলে যাবে এবং আমিই প্রথম সুপারিশকারী ও প্রথম সুপারিশ গৃহীত ব্যক্তি। সহীহ মুসলিম, হাদীস নং ৬০৭৯।
সূরা কাউসারে বলা হয়েছে আল্লাহ তায়ালা মুহাম্মাদ সা.কে হাউযে কাউসার দান করবেন।
মুহাম্মাদ সা. কে পুরো পৃথিবীর মানুষদের উদ্দেশ্যে রাসূল হিসেবে পাঠানো হয়েছে, আর মুসা আ.কে শুধু বনী ইসরাইলদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
এসব বিবেচনায় মুহাম্মাদ সা. সকল নবী রাসূল থেকে শ্রেষ্ঠতর। শুধু কথা বলার কারণে কেউ শ্রেষ্ঠ হতে পারে না। উদাহরণ হিসেবে বলা যায় কোন দেশের প্রধানমন্ত্রী হয়তো কোন কারণে দেশের কোন একটা ইউ পি চেয়ারম্যানের সাথে কথা বলেছে, বিপরীতে কোন পার্লামেন্ট সদস্যের সাথে হয়তো কোন দিনই কথা বলেন নি, এ কারণে কখনেই ইউ পি চেয়ারম্যানের মর্যাদা এম পির চেয়ে বেশী হতে পারে না।
তবে তার দেয়া তথ্যটি সঠিক নয়। কারণ মুহাম্মাদ সা.ও মিরাজে গিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। সুতরাং এদিকে দিয়েও মুসা আ. মুহাম্মাদ সা. অপেক্ষা শ্রেষ্ঠ নয়।