আসসালামু আলাইকুম। হজ্জ বিষয়ে আমি একটি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছি। ২০১৭ সালে আলহামদুলিল্লাহ আমি হজ পালন করেছি। ২০১৯ সালে আমার স্ত্রী ইচ্ছা জ্ঞাপন করেন যে ২০২৩ সালে আমাকে সাথে নিয়ে উনি হজ পালন করবেন। ২০১৯ সালের প্রেক্ষাপটে আমরা চিন্তা করি যে ২০২৩ সালে আমাদের খরচ পড়বে জনপ্রতি সাড়ে চার লাখ টাকা। কিন্তু এবার হজের খরচ যখন জানানো হয়, কোভিড এবং বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে খরচ বেড়ে জনপ্রতি সাড়ে আট লাখ টাকা হয়ে গিয়েছে। হজের এ খরচ আমার এখন বহন করা বেশ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি যদি আমার একটি অ্যাসেট বিক্রি করি এবং কিছু ধার করি, তবে এবার হজ পালন করা সম্ভব ইনশাআল্লাহ। আমার স্ত্রী তার দেনমোহরের একটি অংশ সাড়ে চার লাখ টাকা রেখে দিয়েছিল হজের জন্য কিন্তু তা এখন হজের খরচের জন্য অপ্রতুল। আমি এবার হজ করছি আমার মৃত শাশুড়ির নামে। আমার জন্য এই হজ একটি নফল ইবাদত বলে গণ্য হবে মনে হয়। আমি কি ধার করে হজ করব নাকি আগামী বছরের জন্য প্রস্তুতি নিব?