আস-সালামু আলাইকুম, আমার আগে ইসলাম সম্পর্কে ওতো ভালো জ্ঞান ছিলো না,কিন্তু কিছুদিন আগে আমি ড, খন্দকার আব্দুল্লাহ জাহাংগির স্যারের ইসলামি আকিদা বইটা পড়েছি,এবং শিরক সম্পর্কেও কয়েকটা বই পড়েছি , আমার এখন মন হয় আমার ইমান আছে কিনা, কারণ এর আগে আমার মনে হচ্ছে যে আমিও শিরক করেছি,যেমন কসম করা, জাদু করা, হিন্দুদের একদিন ৫টাকা দান করেছিলাম। এগুলো শিরক এখন বুঝতে পেরেছি, আরো অজানা শিরক আছে হয়তো, এখন এইসব বিষয় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে,আমি তওবাও করছি তাও মনে শান্তি পাচ্চিনা, ভাবছি আল্লাহ কি আমার তওবা কবুল করেছেন? আমার কি ইমান আছে? এক কথায় আমি ভাবছি আমার ইমান আছে না নাই?আর কিভাবে আমি শান্তি পাবো?