As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6112

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 Oct 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার কয়েকটি প্রশ্ন আছে- ১) স্কুল থেকে যে স্কলারশিপের টাকা দেওয়া হয় সেটা নেওয়া কি জায়েজ?

২) সরকার যে ফ্রিতে রেশন দেয় সেটা নেওয়া কি জায়েজ?

৩) হারাম টাকা খেলে কি তওবা কবুল হয়না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। স্কুলের স্কলারশীপ নেয়া জাযেজ। ২। ফ্রীতে রেশন নেওয়াও জায়েজ। ৩। হারাম খাওয়ার পর তওবা করে হারাম থেকে ফিরে আসলে তার তওবা কবুল হবে। তবে কোন মানুষের হক মেরে খেলে তার হক তাক ফেরত দিতে হবে।