আমার বাবা আমার পরিবারে ভরন পোষন ঠিক মত আদায় করে না| যেমনঃ ঠিক মত বাজার এর টাকা দেয় না, প্রতি মাসে ২ থেকে ৪ হাজার টাকা করে দেয়| এমত অবস্থায় আমার বাবাকে আমার মা চাউলের জন্য বললে তিনি বলেন আমার ছোট ভাইকে কিনে দিতে| আমার ভাইয়ের বয়স ১৫ বছর, সে কাজ করে নিজে নিজের টাকায় চলে । আমার বাবা তার ছেলেদেরকে অস্বিকার করে, তিনি বলেন তার কোন ছেলে নাই। । আমরা পারিবারিক ও সামাজিক ভাবে অনেক বার এই সমস্যা সমধান করা চেষ্টা করেছি। কিন্তু আমার বাবা কয়দিন পর পর পরিবারের কারোনা কারো সাথে ঝামেলা করে । আমি পরিবারের বড় ছেলে হিসেবে কি করতে পারি ? এমতঅস্থায় আমার মা আমার বাবার বিরুদ্ধে ভরন পোষন এর মামলা করতে পারবে কিনা?