As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6095

হালাল হারাম

প্রকাশকাল: 7 Oct 2022

প্রশ্ন

আস-সালামু আলায়কুম, রাষ্টীয়ভাবে নিষিদ্ধ পণ্য বিক্রি ব্যবসা করা কি যায়েজ যেমনঃ পলিথিন যদি যাজেয না হয় হারাম হবে? হারাম জিনিস খেয়ে ইবাদত করলে কি সেটা কোন কাজে লাগবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাষ্ট্রের আইন যদি ইসলামের সাথে সাংর্ঘষিক না হয় তাহলে সেটা মানা আবশ্যক। পলিথিন সে রকইমই একটি বিষয়। পরিবেশ ভাল রাখার জন্য রাষ্ট্র এই আইন করেছে, সুতরাং এই আইন ভঙ্গ করলে আপনি অপরাধী হবেন। পলিথিনের ব্যবসা করবেন না।