আসসালামুয়ালাইকুম, তাহাজ্জুদ নামাজ এর বিষয়ে বিস্তারিত জানতে চাই…।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। তাহাজ্জুদ নামায দুই দুই রাকআত করে ঘুম থেকে উঠে পড়বেন। রাসূলুল্লাহ সা. থেকে ৮ এবং তার চেয়ে বেশী রাকআত পড়ার কথা সহীহ হাদীসে উল্লেখ আছে। তাহাজ্জুদের পর বিতর নামায পড়া উত্তম। বিস্তারিত জানতে হাদীসের কিতাব সমূহে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ অধ্যায়গুলো দেখতে পারেন।