As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6089

সালাত

প্রকাশকাল: 1 Oct 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। যদি সলাতে তাশাহহুদ পাঠকালীন স্মরণ হয় যে আমি দ্বিতীয় সিজদাহ দেইনি বা তৃতীয় রাকাআতে এটা মনে পড়ে তাহলে করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মনে পড়ার পর বাদ পড়া সাজদাহটি দিতে হবে। এবং সাজদায়ে সাহু দিতে হবে, সালাত শুদ্ধ হয়ে যাবে।