As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6086

মুসাফির

প্রকাশকাল: 28 Sep 2022

প্রশ্ন

আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্। আমার বাড়ি নোয়াখালী। আমি চট্টগ্রামে ৩ মাসের একটি ট্রেইনিং করতে আসছি এবং এরপর এরকম আরো ২/১ টি কোর্স করতে হবে। এখন আমি একা একটি আবাসিক হোটেলে একটা রুম মাসিক ভিত্তিতে ভাড়া নিয়ে আছি। খাবার হোটেলে কিনে খাই। আমার স্ত্রী, মা-বাবা, ভাইবোন গ্রামের বাড়ি নোয়াখালীতে থাকে। আমি প্রতি বৃহস্পতিবার বিকালে বাড়িতে যাই এবং রবিবার সকালে চলে আসি।। এখন আমার প্রশ্ন হলোঃ এমতাবস্থায় চট্টগ্রামে অবস্থান কালীন সময়ে কি আমি মুসাফির?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার বাড়ি থেকে ট্রেনিং এর স্থান যদি ৪৮ মাইল তথা ৭৯ কি.মি. দূরে হয় তাহলে আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন। ফরজ নামায একাকী পড়লে ৪ রাকআত বিশিষ্ট নামাযগুলো ২ রাকআত পড়বেন। আর যদি স্থানীয় ইমামের পিছনে জামাতে নামায পড়েন তাহলে পুরো ৪ রাকআতই পড়বেন।