As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6083

জায়েয

প্রকাশকাল: 25 Sep 2022

প্রশ্ন

আমি ছবি আঁকতে ভালোবাসি। আমি কোনো মানুষ বা প্রাণীর ছবি আঁকি না। শুধু প্রকৃতি, ফুলের ছবি আঁকি আর ক্যালিগ্রাফি করি। পর্দার জন্য বাইরে কোনো জব না করে ঘরে বসে কিছু করতে চাই। বিক্রি করা ছবির টাকা কি হালাল হবে? আর ছবি আঁকা নিয়ে ইসলামের বিধান কি জানালে উপকৃত হবো।

উত্তর

জ্বী, প্রাণীর ছবি না হলে, ইসলাম বিরোধী ছবি না হলে, প্রকৃতি, গাছ, ফুলের ছবি আঁকতে বাধা নেই। বিক্রি করাও জায়েহ হবে। প্রাণীর ছবি আঁকা হারাম।